ঢাকাসোমবার , ৪ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের সিংড়া থেকে ৫টি লক্ষ্মী পেঁচার বাচ্চা উদ্ধার

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ৪, ২০২১ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের সিংড়া থেকে নিশাচর পাখি লক্ষ্মী পেঁচার ৫টি বাচ্চা উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার মাদ্রাসা মোড় এলাকা থেকে পাখির বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক মকবুল হোসেনের বাসার ছাদে লক্ষ্মী পেঁচা বাসা বেধেছিল। সেই বাসায় পেঁচার ৫টি বাচ্চা ছিল। রোববার বিকেলে কেউ একজন পাখির বাসাটি ভেঙ্গে দিলে স্থানীয় লেদ মালিক জহিদুল ইসলাম বাচ্চাগুলোকে তার বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পরিবেশ কর্মীরা সেখান থেকে ছানাগুলোকে উদ্ধার করে। বর্তমানে ছানাগুলো পরিবেশ কর্মী হাসান ইমামের তত্ত্বাবধানে সেবাযত্ন করা হচ্ছে। লক্ষ্মী পেঁচার বাচ্চাগুলো রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় অফিসে হস্তান্তর করা হবে।

উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রকিবুল হাসান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানসহ অন্যান্যরা।

Comments

comments