ঢাকাবৃহস্পতিবার , ১৪ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার সংস্কৃতি বিশ্বব্যাপী তুলে ধরতে চান মেয়র তাপস

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ১৪, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

পুরান ঢাকায় ঐতিহ্যবাহী সাকরাইন ঘুড়ি উৎসবের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে পুরান ঢাকার সূত্রাপুরের পাতলাখান লেনের একটি বাড়ির ছাদে এ ঘুড়ি উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন তিনি।

এ সময় মেয়র বলেন, আমরা উৎসব করতে জানি, আনন্দ করতে জানি তা সাকরাইন উৎসবের মাধ্যমে বিশ্বব্যাপীকে জানাতে চাই।

তিনি বলেন, এই প্রথম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঘুড়ি উৎসব করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে ঘুড়ি উৎসব করা হচ্ছে। আনন্দের মধ্য দিয়ে পুরো ঢাকাবাসী তা উপভোগ করছেন।

মেয়র বলেন, আমাদের লক্ষ্য ঢাকার ঐতিহ্যকে লালন, সংরক্ষণ ও পালন করা। সেই লক্ষ্যে এখন থেকে প্রতি বছর এই আয়োজন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর মাধ্যমে আমরা ঢাকার সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে পারব।

Comments

comments