ঢাকামঙ্গলবার , ১৯ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শাবিতে শিক্ষকদের গুনগত মান বৃদ্ধিতে কর্মশালা 

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ১৯, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে শিক্ষকদের গুনগত মান বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় আইকিউএসির সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে অর্থনীতি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বর্তমানে শাবি সুশাসন, শিক্ষা ও গবেষণায় বাংলাদেশে অন্যতম রোল মডেল। ইতিমধ্যে গবেষণার মানের দিক থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে আমরা দেশসেরা। এ অর্জন সবসময় ধরে রাখতে নানা পদক্ষেপ নিয়েছি।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বমানের করে গড়ে তুলতে গুণগত শিক্ষা, গবেষণা ও মানসম্পন্ন অবকাঠামো গঠনে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখন শুধু প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা।’

Comments

comments