ঢাকাশনিবার , ৩০ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বিরল প্রজাতির ৩৭টি কচ্ছপ উদ্ধার: ৬ মাসের কারাদন্ড

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ৩০, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুরে বিরল প্রজাতির ৩৭টি কচ্ছপসহ ৮৮ টপি উদ্ধার করেছে খুলনা বন বিভাগ ও রাজৈর উপজেলা বন বিভাগের একটি দল। এসময় ভবোতোষ সরকার (৪০) নামে একজনকে আটক করে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের কদমবাড়ী এলাকার ভবোতোষের নিজ বাড়ী থেকে এ কচ্ছপ ও টপি উদ্ধার করা হয়।

রাজৈর উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা বন বিভাগের একটি দল রাজৈর উপজেলার কদমবাড়ী এলাকায় ভবোতোষ সরকারের বাড়ীতে অভিযান চালিয়ে ৬০ কেজি ওজনের ৩৭টি কচ্ছপ উদ্ধারসহ ৮৮টি টপি উদ্ধার করে এবং উপজেলা বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভবোতোষকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয় এবং কচ্ছপগুলোকে উপজেলার দুটি পুকুরে অবমুক্ত করা হয়। কয়েকটি কচ্ছপ প্রায় ৩ কেজির বেশী ওজনের ছিল বলে জানায় উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. আনিসুজ্জামান জানান, বন বিভাগের মাধ্যমে কচ্ছপসহ একজনকে আটক করে নিয়ে আসে, এরপর আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে এবং কচ্ছগুলোকে উপজেলার দুটি পুকুরে অবমুক্ত করা হয়েছে।

Comments

comments