ওগো চন্দ্রমল্লিকা : মাশহুদা খানম By মাশহুদা খানম - 2 months ago ২৪ ফেব্রুয়ারি ২০২১ 11:17 pm 39 সাহিত্য ওগো চন্দ্রমল্লিকা : মাশহুদা খানম 18shares ওগো চন্দ্রমল্লিকা মাশহুদা খানম ওগো কুসুম বিলাসী চন্দ্রমল্লিকা চুপটি করে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি হাতে, রোজ রোজ প্রহর বুনো কার অপেক্ষাতে? অক্ষিগোলকের সাথে কপোল ও দেখছি বিলিনের পথে, না হয় এবার চম্পা, চামেলি নাও নব উদ্যমে খুশবু বিলাও। অনুনয়টুকু রাখো, ঝরা প্রসুন ছুঁড়ে ডাস্টবিনে নূতন স্বপ্ন আঁকো ওগো বিলাসী চন্দ্রমল্লিকা বিভীষিকায় বিব্রত কেনো? কেনো সমাপন? বিরহকে পূঁজি করে কত ফুরাবে ক্ষণ? পুনঃপুনঃ বাঁচতে শিখ শত ঝড় ঝামেলাতে, সোজা হয়ে আবার দাঁড়াও মুছে জল কঠিন হস্তে।