ঢাকাবৃহস্পতিবার , ৪ মার্চ ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হস্তশিল্প ও ই-মার্কেটিং প্রশিক্ষণ সমাপ্ত

প্রতিবেদক
Kolom 24
মার্চ ৪, ২০২১ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে হস্তশিল্প বিষয়ক ৫ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। মিরেরসরাই উপজেলায় কারচুপি ডিজাইন ও কাটিং সুইং নিয়ে কর্মশালা দুটি যৌথভাবে আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।

এতে ৩০ জন বেকার ও শিক্ষিত নারীকে বিনামূল্যে শেলাই, নকশা ঙ্তরী, কারচুপি নকশা ঙ্তরী ও সূচীকর্মের উপর
প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

অন্যদিকে ঢাকায় ‘ই-কমার্স ও ই-মার্কেটিং ফর এসএমই’ শীর্ষক এক আবসিক প্রশিক্ষণ শেষ হয়েছে। উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে চার দিনব্যাপী এ কর্মশালার যৌথ আয়োজক বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।

এতে বিসিকের ২০ জন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেন। বৃহস্পতিবার বিকেলে স্কিটিতে কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ শফিকুল আলম ও প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত।

Comments

comments