হে নারী : মাশহুদা খানম By মাশহুদা খানম - 2 months ago ৮ মার্চ ২০২১ 11:27 pm 23 সাহিত্য হে নারী : মাশহুদা খানম 0shares হে নারী মাশহুদা খানম হে নারী জাগো জেগে ওঠো যৌতুকের বলি হয়ে আর নয় অপমৃত্যু। এসিডে ঝলসে বিকৃত চেহারা নিয়ে আর নয় ছটফট। কামনার কামিনী হয়ে আর নয় আধমরা হয়ে ঝিমিয়ে ঝিমিয়ে বাঁচা। আপন শক্তি নিয়ে দৃপ্ত কন্ঠে প্রতিবাদ করে ঝড় তুলো। ঢাল,তলোয়ার নিয়ে অন্যায়ের বিরুদ্ধে অগ্নি হয়ে রুখে দাঁড়াও।