ঢাকাশনিবার , ১৩ মার্চ ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সোনালী রঙের কচ্ছপ ছানা!

প্রতিবেদক
Kolom 24
মার্চ ১৩, ২০২১ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

কচ্ছপ সরীসৃপ হওয়ায় পানি এবং ডাঙা উভয় জায়গাতেই বসবাস করে। বর্তমানে বিশ্বে প্রায় ৩০০ প্রজাতির কচ্ছপ রয়েছে। এর মধ্যে সোনালী রঙের এক ধরনের প্রজাতি আছে। যেগুলো কেবল দক্ষিণ-পূর্ব এশিয়াতেই পাওয়া যায়।_

সম্প্রতি এ প্রজাতির কচ্ছপের ছোট্ট ছোট্ট বাচ্চার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ™সেখানে দেখা যাচ্ছে, কচ্ছপগুলো মানুষের হাতের আঙ্গুলের ওপর খেলা করছে।_ সোনালী রঙের প্রাণিগুলো এত ছোট যে তা নেটিজেনদের মনমুগ্ধ করছে।

সুশান্ত নাড্ডা নামের ভারতীয় বন বিভাগের এক কর্মকর্তা সোনালী রঙের কচ্ছপের ছোট্ট শিশুর কয়েকটি ছবি টুইটারে পোস্ট করেছেন।® এর পরই সেগুলো ভাইরাল হয়ে গেছে। সঙ্গে একটি ভিডিও ক্লিপও পোস্ট করেছেন তিনি।°

কমেন্টবক্সে নেটিজেনরা বলছেন, এগুলো দেখে মনে হচ্ছে হাতের ওপর সোনা চকচক করছে।©

ভারতীয় গণমাধ্যম আজকালের প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডেন টরটয়েস বিটল নামের এই কচ্ছপ ছানাগুলো Charidotella Sexpunctata নামেই বহুল পরিচিত। এগুলো বৈজ্ঞানিকভাবে কচ্ছপের leaf beetle পরিবারভুক্ত।°

গোল্ডেন টরটয়েস বিটল বিভিন্ন রঙের হয়ে থাকে। এর মধ্যে রেডিশ ব্রাউন অন্যতম। এগুলোর শরীরে ব্ল্যাক স্পট থাকায় দেখতে আরো সুন্দর দেখায়।®

Comments

comments