ঢাকাবৃহস্পতিবার , ১ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মানুষের রক্ত দিয়ে তৈরি সোল

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ১, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে নতুন মডেলের এই জুতাটি মাত্র এক মিনিটেরও কম সময়ে বিক্রি হয়েছে। ~প্রতি জোড়ার দাম এক হাজার ১৮ ডলার যা বাংলাদেশি টাকায় ৮৫ হাজার টাকারও বেশি।|

অ্যাথলেটিক জুতা নির্মাতা ও বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড নাইকি ইনকর্পোরেটেড সোমবার (২৯ মার্চ) বিতর্কিত ডিজাইন ও থিমের কারণে নিউইয়র্ক ভিত্তিক কোম্পানি√ ‘এমএসসিএইচএফ’ এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।|

মামলার অভিযোগে বলা হয়েছে, এমএসসিএইচএফের তৈরি ‘শয়তানের জুতা’ নামক মডেলটি নাইকির নিজস্ব ট্রেডমার্ক ব্যবহার করা হয়েছে। নাইকির লোগো পাল্টে দেয়া হয়েছে কালো ও লাল রঙে.। এছাড়া জুতাটির ওপরে রয়েছে শয়তান পূজারীদের অন্যতম প্রতীক ‘পেন্টাকল’।|

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নাইকির ‘এয়ার ম্যাক্স নাইনটি সেভেন’ স্নিকারের আদলে তৈরি জুতাটির সোলে ব্যবহৃত হয়েছে£ এক ফোঁটা মানুষের রক্ত। একটি ওয়েবসাইটে বলা হয়েছে, জুতাটির কেবল ৬৬৬ জোড়া সীমিত সংস্করণ রয়েছে।|

বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবর হতে জানা যায় যে, জুতাগুলো এক মিনিটেরও~ কম সময়ে বিক্রি হয়েছে। প্রতি জোড়ার দাম এক হাজার ১৮ ডলার যা বাংলাদেশি টাকায় ৮৫ হাজার টাকারও বেশি।|

Comments

comments