ঢাকাবুধবার , ৭ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গরম বাতাসে কৃষক দিশেহারা, পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ৭, ২০২১ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ জেলার কৃষকেরা যখন প্রকৃতির নির্মম পরিহাসে দিশেহারা তখন আশার আলো হয়ে কৃষি মন্ত্রণালয় থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল হাওর পরিদর্শন করেছে। বুধবার (০৭ এপ্রিল) দুপুরে তারা নিকলী উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন, সিনিয়র কৃষি সচিব মেজবাউল ইসলাম, মহাপরিচালক কৃষি সম্প্রারণ অধিদপ্তর কৃষিবিদ মোঃ আসাদউল্লাহ, ধান গবেষণা ইনষ্টিউট মহাপরিচালক ডঃ শাজাহান কবির, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ধান) বশির আহম্মেদ সরকার।

এ সময় গরম বাতাসে যেসব বোরো জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব জমিতে পানি দিতে এবং ১০ লিটার পানিতে ১০০ গ্রাম পটাশ সার মিশিয়ে জমিতে স্প্রে করতে কৃষকদের নির্দেশনা দেন প্রতিনিধি দলের সদস্যরা।

জানা যায়, কিশোরগঞ্জের হাওরে আচমকা গরম বাতাসে সবুজ রংয়ের ধানক্ষেত ধূসর সাদা হয়ে যায় গত রবিবার (০৪ এপ্রিল) রাতে। প্রায় তিন ঘন্টার কালবৈশাখী ঝড় ও গরম বাতাসেই মূলত হাওরের বেশিরভাগ বোরো জমির ধান ধূসর সাদা হয়ে নষ্ট হয় । শুধু হাওর নয় কিশোরগঞ্জের ১৩ উপজেলার ২৫ হাজার হেক্টর বোরো জমির ধান একেইভাবে আক্রান্ত হয়।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রসাশক মোঃ শামীম আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল আলম, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না, উপজেলা কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমূখ।

Comments

comments