ঢাকাবৃহস্পতিবার , ৮ জুলাই ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে সুরক্ষা সামগ্রী উপহার দিল রাষ্ট্রপতি পুত্র

প্রতিবেদক
Kolom 24
জুলাই ৮, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

করোনা মহামারীতে স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখতে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারদের ১০ হাজার ২০০ এন৯৫ মাস্ক, ৫৩ হাজার সার্জিকেল মাস্ক, ৮৯৫টি পিপিই এবং ৪০০টি সুরক্ষা চশমা উপহার দিয়েছে রাষ্ট্রপতি পুত্র রাসেল আহমেদ তুহিন।

বৃহষ্পতিবার (৮ জুলাই) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ে রাসেল আহমেদ তুহিন এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন। উপহার সামগ্রী গ্রহণ করেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

রাসেল আহমেদ তুহিন বলেন, করোনা সংক্রমণ রুখতে সকলকে সরকার কতৃক বেধে দেয়া বিধিনিষেধ মেনে চলতে হবে। এই মহামারীতে স্বাস্থ্য সেবায় নিয়োজিত ভাই-বোনদের অবদান ইতিহাসের সোনালি অক্ষরে লিখা রবে।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, রাষ্ট্রপতি পুত্র রাসেল আহমেদ তুহিন করোনা মহামারীতে স্বাস্থ্য সেবায় নিয়োজিতদের কথা চিন্তা করে যে সুরক্ষা সামগ্রী উপহার দিলেন তার জন্যে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Comments

comments