ঢাকামঙ্গলবার , ৮ মার্চ ২০২২
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নারী দিবসে কিশোরগঞ্জে ডিপিএফের আলোচনা সভা

প্রতিবেদক
Kolom 24
মার্চ ৮, ২০২২ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা করেছে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম।

মঙ্গলবার (৮ মার্চ) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী।

ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন।

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম সেক্রেটারি মীর আশরাফ উদ্দিনের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিপিএফের মেম্বার চন্দ্রা রাণী সরকার।

সভায় অন্যদের মধ্যে ব্রিটিশ কাউন্সিলের প্লাটফর্মস ফর ডায়লগ প্রকল্পের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মোহাম্মদ নূরে আলম, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, জেলা মানবাধিকার আইনজীবী পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম, ডিপিএফ মেম্বার খুজিস্থা বেগম জোনাকি প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা নারীদের নানা প্রতিবন্ধকতা ও এ থেকে উত্তরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা ও মতামত তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ এবং জুম অ্যাপে বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক এবং সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রতিনিধি অংশ নেন।

Comments

comments