ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ওরা নিশাচর পাখি

প্রতিবেদক
Kolom 24
মে ২৮, ২০২০ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

পুরো আস্ত একখানা রাত
এক রতিও কমতি নেই
রাতের সুনসান নীরবতা
নীলা, রুদ্র আর বার্তাবক্স
সেখানে হাজার কথার ফুলঝুরি
কথার পিঠে কথা যতো
তাদের শব্দের বাহুতে আশ্রয়ের একটা রাত
মান-অভিমানের পথে ওরা নিশাচর পাখি।

আধাঁরের শব্দ ঘেরা নীলা-রুদের ভুবন
জোনাকির জ্বলে উঠা
পাখিদের গেয়ে চলা মিছিল
ফকফকা রুপালি চাঁদটাও সামিল,
হেসে ভেসে যায় কলকলিয়ে, আহা্!
সবুজের শিশিরে চাঁদের ঝলমলে আলো
সে আলোর পথে হেটে যায় দুজন, কল্পনায়।

রাত্রিশেষে হঠাৎ ভেসে আসে মুয়াজ্জিনের সুর
কখন, কবে যে প্রহর কেটে আলোয় জানান দিল!!
টের পায়নি মোটেও নীলা কিংবা রুদ্র।

আজ আবার কতদিন বাদে
দুজনার বার্তাবক্স খুলে গেলো।
ফিরে এলো ফেলে আসা রাত জাগানোর ক্ষণ।
ফিরে পেল বিশুদ্ধ বাতাস অবগাহণের দিন
প্রাণভরে উপভোগ, পাগলামো,
আর পায়চারি শেষে আবার ঘুমিয়ে পড়া ক্ষণ।

কবিঃ জুনিয়র চৌধুরানী (হাওর কন্যা)

Comments

comments