ঢাকাশনিবার , ২০ জুন ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

প্রিয় বাবা

প্রতিবেদক
Kolom 24
জুন ২০, ২০২০ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

যার হাত ধরে প্রথম হাটতে শেখা
যার চোখে চোখ রেখে বিশ্ব দেখা
সে আমার প্রিয় বাবা।
প্রথম স্কুলে গেলাম আমি যার হাত ধরে
বিশ্বকে চেনালো যে আমায় আপন করে
সেই তো আমার প্রিয় বাবা।
বাবা সে তো বৃক্ষছায়া বটবৃক্ষের ন্যায়,
সেই শাখাতেই সকল আবদার যেন পূর্ণতা পায়।
বন্ধুর পথে চলতে গিয়ে আসুক যত বন্যা ঝড়,
বাবা নামক বৃক্ষছায়া আগলে রাখে জীবন ভর।
জীবন নদীর জোয়ার ভাটায় কখনো যদি পথ হারায়,
শক্ত হাতে হালটা ধরে বাবারা ঠিক পথ চেনায়।
খোদার কাছে দু’হাত তুলে চাই সে দোয়া রোজ নামাজে,
অক্লান্ত ছুটছে বাবা একটুখানি সুখের আসে।
বাবার মত এমনি আদর কেউ তো কভু করেনা,
বাবা ছাড়া মিছে সবি অপূর্ণ জীবনটা।
খোদা তুমি সুস্থ রেখো আমার বাবাকে,
দীর্ঘজীবি করো বাবাকে আমার হায়াত দিয়ে।

ফারিহা বিনতে কাইয়ূম
শিক্ষার্থী, কুষ্টিয়া সরকারি কলেজ

Comments

comments