ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দেখা মিলল ইঁদুর-হরিণের

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ১৩, ২০২০ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

দেখতে হরিণের মতো মনে হলেও প্রাণীটি আসলে একটি ইঁদুর। ৩০ বছর পর এমন অদ্ভুত-দর্শন প্রাণীর দেখা মিলল ভিয়েতনামের উত্তর-পশ্চিম দিকের একটি জঙ্গলে। এক ভিডিও প্রচার করে দ্য গার্ডিয়ান বলছে, সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়েছে এই ইঁদুর-হরিণ মিশ্রণের আজব প্রাণী।

গত বছরের নভেম্বরে ‘নেচার ইকোলজি অ্যান্ড ইভলিউশন’ এই প্রাণীটিকে নিয়ে একটি প্রবন্ধ প্রকাশ করেছে। সেখানে প্রাণী বিশেষজ্ঞরা এই অদ্ভুত-দর্শন প্রাণীটির নাম দিয়েছেন রুপালি পিঠের শেভ্রোটাইন বা মাউস-ডিয়ার, বাংলায় ‘ইঁদুর-হরিণ’।

তারা বলছেন, এ প্রাণীটি বিরল প্রজাতির ও বিলুপ্তির পথে। চোরা শিকারিদের কারণেই প্রাণীটি বিলুপ্তি হচ্ছে বলে অভিযোগ করেন তারা। প্রায় ৩০ বছর আগে একই জঙ্গলে এর দেখা মিলেছিল। শেষবার এটি ১৯৯০ সালে দেখা গিয়েছিল বলে জানান তারা। ১৯১০ সালে প্রথমবার দেশটির হোচিমিন সিটি থেকে ৪৫০ কিলোমিটার দূরে নেহ ট্র্যাংয়ের কাছে একটি বনাঞ্চলে এই মাউস-ডিয়ার দেখা মেলে।

এর পর পেরিয়ে যায় ৮০ বছর। কয়েক যুগের মধ্যে কোনো আলোচনাতেই আসেনি প্রাণীটি। একে কেউ দেখেওনি। কিন্তু ১৯৯০ সালে হঠাৎ ভিয়েতনামেই দেখা মেলে এমন একটি প্রাণীর। এরপর ২০১৯।

(অনলাইন ডেস্ক)

Comments

comments