ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও কৃষি উপকরণ বিতরণ

প্রতিবেদক
Kolom 24
মে ৫, ২০২০ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

উৎপাদনের ধারা অব্যাহত রাখতে কিশোরগঞ্জের কটিয়াদীতে সামাজিক সংগঠন কটিয়াদী রক্তদান সমিতির উদ্যোগে শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার পৌর এলাকার বোয়ালিয়া, জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া, লোহাজুরী ইউনিয়নের দক্ষিন লোহাজুরী, মুমুরদিয়া ইউনিয়নের উত্তর মুমুরদিয়া, আচমিতা ইউনিয়নের পাঁচলগোটা এবং বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের জফরপুর গ্রামের প্রান্তিক ও বর্গা চাষীদের মাঝে ঢেড়স, চিচিঙ্গা, লাউ, করলা, ডাটা ও পুইশাকের বীজ এবং কৃষি উপকরণ হিসেবে কাচি বিতরণ করা হয়েছে।

বীজ ও কাচি পেয়ে উত্তর লোহাজুরী গ্রামের বর্গাচাষী জজ মিয়া বলেন, দুর্যোগ সময়ে জমি আবাদ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। নিজের জমি নেই সামান্য জমি বর্গা নিয়ে চাষাবাদ করি। এমনিতেই অভাবে আছি, জমি পতিত থাকলে আরো সংকটে পরে যেতাম। বীজ পেয়ে আমরা খুশি।জমিটুকু পতিত থাকবে না।

রক্তদান সমিতির সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন, প্রান্তিক চাষীদের উৎপাদন যাতে ব্যাহত না হয় সে জন্য বীজ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া চলতি ধান কাটা মৌসুমে কাচি কৃষকের প্রধান উপকরণ হিসাবে বীজের সাথে কাচিও সরবরাহ করা হয়েছে।

Comments

comments