ঢাকাবুধবার , ২০ মে ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে গাছ থেকে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদক
Kolom 24
মে ২০, ২০২০ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

পরিপক্ক আম প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে নাটোরে আনুষ্ঠানিকভাবে গাছ থেকে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পাইকপাড়া গ্রামের একটি আম বাগান থেকে গোপালভোগ জাতের আম পাড়ার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ গাছ থেকে এই আম পাড়ার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, স্থ্নীয় আম চাষীসহ অন্যান্যরা।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সকলের বেশী করে শাক, সবজি ও ফল খাওয়া উচিৎ। দেশীয় সুস্বাদু ফল আম এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে আম চাষীদের আম সংগ্রহ এবং এর বিপনন ও পরিবহন কার্যক্রমে কোন প্রতিবন্ধকতা দেখা দিলে জেলা প্রশাসন তা নিরসন করবে। এছাড়াও দীর্ঘসময় সংরক্ষণ, কষের মাধ্যমে পচন রোধ ও পরবর্ত্তীতে গাছে কুশি বের হওয়ার সুবিধার জন্য বোটসহ আম পাড়তে কৃষকবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। উল্লেখ্য, নাটোরে চলতি বছরে পাঁচ হাজার ৫২০ হেক্টর জমি থেকে প্রায় ৮০ হাজার টন আম উৎপাদন হবে। যার বাজার মুল্যে প্রায় পৌনে তিনশ কোটি টাকা। আগামী ১৫ আগষ্ট পর্যন্ত জেলায় আম সংগ্রহ কার্যক্রম চলবে।

Comments

comments