ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেয়ার আহবান পুলিশ সুপারের

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ২৬, ২০২০ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেয়ার আহবান জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা শহরের গাইটাল বটতলায় কিশোরগঞ্জ মডেল থানার আয়োজনে শীত মৌসুমে কোভিড- ১৯ সংক্রমনের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করণে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

তিনি বলেন, সবার সচেতনতা বোধই করোনা থেকে আমাদের নিজেদের পরিবার, সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ রাখবে। ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্ক ব্যবহারে সচেতন থাকতে হবে। এ সময় পুলিশ সুপার একযোগে ১৩ থানার সচেতনামূলক ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদ আনোয়ার, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ।

পরে শীত মৌসুমে কোভিড- ১৯ সংক্রমনের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

Comments

comments