ঢাকাশুক্রবার , ৫ মার্চ ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যবিধি মেনে সমাপনী পরীক্ষা নিলো শহর সমাজসেবা কার্যালয়

প্রতিবেদক
Kolom 24
মার্চ ৫, ২০২১ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ছয় মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ৯ম ব্যাচের সমাপনী পরীক্ষা নিলো কিশোরগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়। শুক্রবার (০৫ মার্চ) সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এ সমাপনী পরীক্ষা হারুয়াস্থ শহর সমাজসেবা কার্যালয় এবং হয়বতনগর এ.ইউ কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয় কিশোরগঞ্জের অধীনে জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড (৩৬০ ঘন্টা) কোর্সের এ সমাপনী পরীক্ষায় ৯০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।

সমাপনী পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান, সহকারি পরিচালক ও শহর সমাজসেবা সমন্বয় পরিষদের আহবায়ক শহীদুল্লাহ, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, করিমগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল আলম, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলহাস হোসেন সৌরভ, কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগামার ও পরিদর্শক মারফত আলী, সাংবাদিক সাজন আহম্মেদ পাপন, শহর সমাজসেবা সমন্বয় কমিটির সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলা অপরিহার্য। শহর সমাজসেবা কার্যালয়, কিশোরগঞ্জ হতে বেকার, ছাত্র, যুবক, শিক্ষিত, অর্ধ-শিক্ষিত মিলিয়ে এ পর্যন্ত ২০ হাজারের অধিক শিক্ষার্থী কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়েছে।

Comments

comments