ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে সচেতনতামূলক ক্যাম্পেইন

প্রতিবেদক
Kolom 24
জুন ২৩, ২০২০ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

করোনা মহামারীর কারণে এলাকার লোকজন অযথা ঘুরাঘুরি করায় স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে ৩ মাসে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। গত ৩১ মে থেকে লকডাউন তুলে দেওয়ায় কিশোরগঞ্জ জেলার হাট-বাজার, প্রতিটি এলাকার অলিগলি এবং মোড়ে মোড়ে দিন-রাত মানুষের অবাধ চলাচল করছে। ফলে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এমতাবস্থায় কিশোরগঞ্জে করোনা ভাইরাস বিস্তার রোধে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে সার্কিট হাউস প্রাঙ্গনে করোনা ভাইরাস (কোভিড- ১৯) ক্রমবর্ধমান সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সাবান দিয়ে হাত ধোয়া সংক্রান্ত সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিনামূল্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা, নেজারত ডেপুটি কালেক্টরেট মীর মোঃ আল কামাহ তমাল, সেনাবাহিনীর ক্যাপ্টেন ইসরাত জেরিন ইথার, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মোঃ মুজিবুর রহমান বেলাল, জেলা রোভার স্কাউটস এর সম্পাদক মোঃ কামরুল আহসান, জেলা স্কাউটস এর সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ।

পরে কিশোরগঞ্জ শহরের ১০টি পয়েন্টে পথচারীদের মাঝে মাস্ক, গ্লাভ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

Comments

comments