ঢাকাবুধবার , ১২ মে ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে কর্মহীন মানুষের মুখে হাসি ফোটাতে খাদ্য সহায়তা

প্রতিবেদক
Kolom 24
মে ১২, ২০২১ ৩:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। কিন্তু এ ঈদ কারও কারও জন্য বিষাদময়। আর করোনা মহামারীতে কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে অনেক। ঘরে ঈদের বাজারটুকু নেই। কি খাবে তারা এ ঈদে?

এমন প্রশ্ন যখন বিসিবি পরিচালক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর মনে দানা বাঁধে তখন তিনি ছুটে গেলেন রাতের আঁধারে মানুষের দ্বারে দ্বারে। দিলেন ঈদ সামগ্রী। হাসি ফোটালেন ১০০ পরিবারে।

মঙ্গলবার (১১ মে) রাতে সদর উপজেলার যশোদল ইউনিয়নের অসহায় দুস্থ মানুষের সাথে ভাগাভাগি করে নিলেন ঈদের আনন্দ। ফোটালেন হাসি। খাদ্য সামগ্রী পেয়ে তাদের হাস্যোজ্জ্বল মুখ বলে দেয় তারা কতোটা আনন্দিত।

খাদ্য সামগ্রী পাওয়া কয়েকজন বলেন, “টিটু ভাই আমরারে আদর করেন। আমরার কথা চিন্তা করে দেইহাই, বাড়িত আইয়া ডাইকা ডাইকা ঈদের বাজার দে গেছে। আল্লাহ, টিটু ভাইরে বাঁচাইয়া রাহুক।”

খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি মুড়ি।

এসময় যুব লীগ নেতা বসির উদ্দিন রিপন, মোল্লা খায়রুল নোমানী, অ্যাডভোকেট মাহবুবুর রশিদ স্বরমিন, মাহফুজুর রহমান, দেলোয়ার হোসেন, মাসুদ রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিবলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম তুষার, কাজী আবেদীন সোলায়মান, আজিজুল হক আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

comments