পজিটিভ বাংলাদেশকিশোরগঞ্জে ঈদ উপহার পেল বেদে ও হিজড়া সম্প্রদায়
0shares
ঈদুল ফিতর দরজায় কড়া নাড়ছে এবং সবাই ইতোমধ্যে ঈদ উদযাপনের প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। আর উৎসবের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতে কিশোরগঞ্জে বেদে ও হিজরা সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার নতুন জেলখানা মোড় এলাকায় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে ঈদের উপহার তুলে দেন। ঈদের আগে উপহার পেয়ে তাদের চোখেমুখে হাসির ঝিলিক দেখা যায়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, মারিয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হলুদ।
উল্লেখ্য যে, বেদে ও হিজরা সম্প্রদায়ের ৫০০ সদস্যদের মাঝে ঈদ সামগ্রী ও খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।