ঢাকারবিবার , ২৪ মে ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

করোনাকালে কৃষক ও অসহায় মানুষের পাশে প্রজন্ম

প্রতিবেদক
Kolom 24
মে ২৪, ২০২০ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

প্রজন্ম প্রগতির শক্তিকে ধারণ করে কাজ করে। মূলত সাধারণ মানুষের কল্যাণেই প্রজন্ম’র পথচলা শুরু। তবে করোনাকালের এই সংকটকালীন সময়ে থেমে নেই প্রজন্ম। বগুড়া জেলার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ২২টি গ্রামের হতদরিদ্র কৃষক ও অসহায় মানুষের মাঝে প্রজন্ম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

প্রজন্ম একটি সামাজিক সংগঠন। মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে চলে। সমাজের বিভিন্ন অসঙ্গতি যেমন মাদক, জুয়া, নারী নির্যাতন, জঙ্গিবাদ ও গুজবের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সোনার বাংলায় সোনার মানুষ গড়ার পরিবেশ সৃষ্টি করাই এই সংগঠনের উদ্দেশ্য।সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে চলতি বছরের মার্চ মাসে। সুখানপুকুর ইউনিয়নের যেসব তরুণ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তারাই এ সংগঠনের সদস্য। এ সংগঠনের সদস্য হওয়ার যোগ্যতা হচ্ছে শিক্ষার্থী হতে হবে এবং সকল ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, এই করোনাকালে যখন কৃষক মজুরির অভাবে ধান কাটতে পারেনি তখন প্রজন্ম’র সদস্যরা স্বেচ্ছাশ্রমে হতদরিদ্র ৮জন কৃষকের প্রায় সাড়ে ৮বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এছাড়া বিভিন্ন জেলা থেকে এলাকায় যারা ফিরেছেন তাদেরকে কোযারেন্টাইনের বিষয়ে সচেতন করার পাশাপাশি সে পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। সেই বাড়ির ছোট শিশুদের খাবারের জন্য দুধ সরবরাহ করা হয়েছে। একইসঙ্গে এলাকার তিন শতাধিক মানুষের মাঝে রাতে খাবার পৌঁছে দিয়েছেন প্রজন্মের সদস্যরা। এছাড়া শতাধিক মানুষের জন্য ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সহযোগিতার অর্থ প্রজন্ম’র সভাপতিসহ সদস্যরা নিজেরা ব্যয় করেন। পাশাপাশি ইউনিয়নের বিত্তশালী যারা প্রজন্ম’র শুভাকাক্সক্ষী তারাও আর্থিক সহযোগিতা করেন।

প্রজন্ম’র সভাপতি ছাত্রনেতা সাহানুর ইসলাম সাকিল বলেন, প্রজন্মের সৃষ্টি সকল অসঙ্গতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়া। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো অন্যতম দায়িত্ব বলে প্রজন্ম মনে করে। সেই দায়িত্বের জায়গা থেকে প্রজন্ম করোনা সংকটে কৃষক ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। টেলিমেডিসিন সেবা, পিপিই প্রদান, খাদ্য সহায়তা, অসহায় কৃষকদের ধান কেটে দেওয়া, বিভিন্ন গ্রামে ও মসজিদে হাত ধোবার জন্য সাবানের ব্যবস্থা করা ও জীবাণুনাশক ঔসধ স্প্রে করাসহ নিয়মিত সচেতনতামূলক কাজ করেছে এবং করছে। যতদিন এই সংকট থাকবে প্রজন্ম’র কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments

comments