ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সানরাইজার্স হায়দরাবাদ বোলারদের সামনে একাই লড়াই করলেন নিকোলাস পুরান

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ৯, ২০২০ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

২০২ রানের পহাড়সম টার্গেট মাথায় নিয়ে মাঠে নামে পাঞ্জাব। এত বড় লক্ষ্য দেখেই হয়তো হারার আগেই হেরে বসে তারা। অথচ এই দলটিতেই রয়েছে এবারের আইপিএলে দুটি সেঞ্চুরি করা ব্যাটসম্যান। লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল। অথচ, বড় লক্ষ্য দেখে তারাও ভড়কে গেলেন!

পাঞ্জাবের হয়ে সানরাইজার্স হায়দরাবাদ বোলারদের সামনে একাই লড়াই করলেন নিকোলাস পুরান। ৩৭ বলে ৭৭ রানের এক অসাধারন ইনিংস খেলেছেন তিনি। যেখানে ছিলো ৫টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মার।

তবুও মাত্র ১৬.৫ ওভারেই সবকয়টি উইকেট হারিয়ে ১৩২ রান করে পাঞ্জাব। কম রানে অল-আউটের বড় কারণ ছিলো রশিদ খান। ৪ ওভার বল করে মাত্র ১২ রান দেন এই আফগান ক্রিকেটার। উইকেট নিয়েছেন ৩টি। ১ ওভার মেডেনও পেয়েছেন রশিদ।

এছাড়া খলিল আহমেদ এবং টি নটরাজন নেন সমান ২টি করে উইকেট। অভিষেক শর্মার পকেটে যায় ১ টি। পাঞ্জাবের পক্ষে পুরানের ৭৭ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান হচ্ছে ১১। ওপেনার লোকেশ রাহুল এবং শিমরান সিং- দু’জনই করেন ১১ রান করে। মায়াঙ্ক আগরওয়াল করেন ৯ রান। ম্যাক্সওয়েল করেন ৭ রান।

Comments

comments