ঢাকাবুধবার , ১৬ ডিসেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো প্রোটিয়া দলে প্রিটোরিয়াস

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ১৬, ২০২০ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

বক্সিং ডে’তে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য প্রথমবার দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার মিগায়েল প্রিটোরিয়াস।

ভিকেবি নাইটসের এই ২৫ বছর বয়সী বোলার এই বছরের ৪ দিনের ঘরোয়া কাপে পাঁচ ম্যাচ খেলে নিয়েছেন ১৯ উইকেট।

সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তৃতীয় স্থানে আছেন তিনি। গত মাসে হলিউডবেটস ডলফিনসের বিপক্ষে ১০২ রান খরচ করে ৭ উইকেট নেন তিনি।

যা তার সেরা বোলিং ফিগার।

প্রিটোরিয়াসকে দলে নেওয়া নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) নির্বাচকদের আহ্বায়ক ভিক্টর এম্পিটসাং বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে মিগায়েলকে প্রোটিয়াদের টেস্ট স্কোয়াডে রাখতে পেরে আমরা আনন্দিত।

তবে কাগিসো রাবাদা এবং ডোয়াইন প্রিটোরিয়াসকে না পাওয়ার সম্ভাবনা বেশি দক্ষিণ আফ্রিকার। সিএসএ আরেক বিবৃতিতে জানিয়েছে, এই দুই তারকা এখনও মেডিক্যালি ছাড়পত্র পাননি।

শনিবার (১৯ ডিসেম্বর) প্রিটোরিয়ায় সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, বিউরান হেন্ডরিক্স, ডিন এলগার, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিদি, রসি ফন ডার ডুসেন, সারেল আরউই, এনরিখ নর্তসে, গ্লেন্টন স্টারম্যান, উইয়ান মালদার, কিগান পিটারসন, কাইল ভেরায়ন্নে, মিগায়েল প্রিটোরিয়াস।

Comments

comments