ঢাকাসোমবার , ৪ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফীকে দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্তটা কঠিন ছিল

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ৪, ২০২১ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মাশরাফী বিন মোর্ত্তজা বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছেন গত বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে। এরপর লম্বা বিরতি পড়ে যায় করোনা মহামারিতে। তবে ঘরোয়া টি-টোয়েন্টি দিয়ে আবারও ক্রীকেতে ফিরেন টাইগারদের এই সাবেক অধিনায়ক।

এই টি-টোয়েন্টি কাপের মাঝেই বাংলাদেশ সফরে আসার কথা পাকা করে উইন্ডিজ ক্রিকেট। তখন থেকেই গুঞ্জন উঠে দলে মাশরাফী থাকছে কী না।

লম্বা সময় অপেক্ষার পর আজ ৪ ডিসেম্বর দুপুরে আসে ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা। এই দল দেয়ার আগ মুহূর্ত পর্যন্তও গুঞ্জন ছিল দলে আছেন মাশরাফী।

শেষ পর্যন্ত আর রাখা হয়নি তাকে। ২৪ জনের প্রাথমিক দলেও নেই মাশরাফী। এমন সিদ্ধান্তে অনেকে অবাক হলেও দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন জানান, মাশরাফীকে দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্তটা বেশ কঠিন ছিল।

এ নিয়ে নান্নু বলেন, ‘এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু বাস্তবতা আমাদের মানতেই হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সবাই সম্মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। মাশরাফীকে বাদ দিতে হয়েছে। সেই হিসেবে আমি মনে করি যে নতুন ভাবে যে চলা ওর জায়গায় যেই খেলবে অর জন্য অবশ্যই এটা অনেক বড় সুযোগ।’

ঠিক কী কারণে বাদ দেয়া হয়েছে মাশরাফীকে এ নিয়ে নান্নু বলেন, আগামী বিশ্বকাপ বিবেচনায় রেখে বাদ দেয়া হয়েছে মাশরাফীকে।

‘সবকিছু মিলিয়ে টিম ম্যানেজম্যান্ট আমাদেরকে অনেক কিছুর প্ল্যান দিয়েছে এবং আমরাও আমাদের প্ল্যান নিয়ে অনেক আলোচনা করেছি। অনেক আলোচনার পরেই সিদ্ধান্তটা নিয়েছি এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য আমরা আমাদের দেশের ক্রিকেটের কথা চিন্তা করে, আগামীতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি।’

‘তরুণ ক্রিকেটারদের তো আমাদের জায়গা দিতে হবে। আমাদেরকে তো ওদেরও একটা সুযোগের জায়গা দিতে হবে। সুতরাং ২০২১ সালে আমরা নতুনভাবে শুরু করছি, ১০ মাস পরে সবাই কিন্তু নতুন করে শুরু করছে। দশ মাসে কিন্তু অনেক পিছিয়ে গেছি এই মহামারিতে। সেই হিসেবে আমরা সবাই সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিয়েছি, নতুন ভাবে শুরু করছি ইনশাআল্লাহ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ভালো ক্রিকেট শুরু করতে চাই।’

Comments

comments