আলিয়াঞ্জ স্টেডিয়ামে পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা জুভেন্টাসকে ৮২ মিনিটে এগিয়ে দেন অ্যারন র্যামসে। আর যোগ করা সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই গোলের মধ্য দিয়ে একমাত্র ফুটবলার হিসেবে ইউরোপের ৫টি শীর্ষ লিগে টানা ১৫ মৌসুমে কমপক্ষে ১৫টি করে গোলের রেকর্ড গড়লেন রোনালদো।
লিগ ও জাতীয় দল মিলিয়ে পর্তুগীজ মহাতারকার গোল সংখ্যা ৭৫৯। ভাগ বসালেন অস্ট্রিয়ার ও চেকোস্লোভাকিয়ার কিংবদন্তি ইয়োসেফ বিকানের রেকর্ডে।