ঢাকাশনিবার , ২৩ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কেক খাইয়ে মুশফিকের রেকর্ড উদযাপন

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ২৩, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ছয় উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। শুক্রবারের এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ড্রেসিংরুমে মুশফিকের নতুন এই মাইলফলক উদযাপন করেছেন সতীর্থরা।

মুশফিকের ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে তামিম ইকবাল-সাকিব আল হাসানরা তাকে কেক খাইয়ে দিচ্ছেন।

বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে যৌথভাবে ২২০ টি করে ম্যাচ খেলেছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও মুশফিকুর রহিম।

টাইগারদের জার্সিতে ২১৮টি ম্যাচ খেলেছেন মাশরাফী। বাকি দুটি ম্যাচে এশিয়া একাদশের হয়ে খেলেছিলেন আফ্রিকা একাদশের বিপক্ষে।

অন্যদিকে ২২০টি ম্যাচই জাতীয় দলের হয়ে খেলেছেন মুশফিক। অর্থাৎ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটসম্যানেরই দখলে।

এদিকে তামিম ইকবাল ২০৯, সাকিব আল হাসান ২০৮ ও মাহমুদুল্লাহ খেলেছেন ১৯০ ম্যাচ।

আগামী ২৫ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বসবে ম্যাচটি। এই ম্যাচে জয় তুলে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করাই লক্ষ্য থাকবে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের।

Comments

comments