ঢাকাসোমবার , ২৫ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তামিম-সাকিবের পঞ্চাশ রানের জুটি

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ২৫, ২০২১ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। টস জেতার পর টাইগারদের ব্যাট করতে পাঠান উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মেদ।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট হাতে মাঠে নেমেই ফিরতে হয়  লিটন দাসকে।

আলজারি জোসেফের বলে এলবিডব্লিউ ফাঁদে পড়ে ফিরতে হয় ডান-হাতি এই ওপেনারকে। চার বলে রানের খাতা না খুলেই ফিরেন তিনি।

চট্টগ্রামের এই মাঠে ইনিংসের নমব ওভারে চতুর্থ বলে আউট হন নাজমুল হোসেন শান্ত। দলীয় ৩৮ রানের মাথায় কাইল মায়েরের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। ৩০ বলে ২০ রান করে মাঠ ছাড়েন শান্ত।

এদিকে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে রানার চাকা সচল রাখার চেষ্টায় রয়েছেন সাকিব আল হাসান। দুই জনে মিলে অর্ধশত রানের জুটি গড়েছেন।

২৩ ওভার পর্যন্ত দুই উইকেট দলের সংগ্রহ ১০২ রান। ৬২ বল খেলে  তামিম করেছেন ৪৭ রান। অন্যদিকে ৪৩ বলে সাকিবের ব্যাট থেকে এসেছে ২৫ রান।

এদিকে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দুটি করে পরিবর্তন এনেছে দুই দলই।

এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে তরুণ হাসান মাহমুদ ও অভিজ্ঞ রুবেল হোসনকে। একাদশে ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজের একাদশে জাহমার হ্যামিল্টন ও কেওন হার্ডিংকে রাখা হয়েছে। বাদ দেয়া হয়েছে জশুয়া ডি সিলভা ও আন্দ্রে ম্যাককার্থি।

বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ দল 

সুনীল অ্যামব্রিস, জেসন মোহাম্মেদ (অধিনায়ক), কাইল মায়ের্স, রুমাহ বোনার, রভম্যান পাওয়েল, রেমন রেইফার, আলঝারি জোসেফ, আকিয়াল হোসেইন ও কিওর্ন ওটলে।

Comments

comments