অবনমন অঞ্চলে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দারুণ এক জয় পেয়েছে।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অপেক্ষাকৃত শক্তিশালী বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
এ জয়ে ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলে এক ধাপ ওপরে উঠলো মুক্তিযোদ্ধা। অনেক কষ্টে দল গড়া ক্লাবটি এখন ১০ নম্বরে। তবে অবনমন অঞ্চল থেকে একটু দূরে সরতে পেরেছে তারা…।
‘অন্যদিকে টানা পয়েন্ট হারানোয় পুলিশ ফুটবল ক্লাব টেবিলের নিচের দিকে নামছে। ৮ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। টেবিলেও আছে ৮ নম্বরে…।’