ঢাকাশনিবার , ৬ মার্চ ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রুটদের বিরুদ্ধে শেষ টেস্টে দাপুটে জয় চান টিম ইন্ডিয়া

প্রতিবেদক
Kolom 24
মার্চ ৬, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকিট নিশ্চিত করতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট অন্ততপক্ষে ড্র করতে হতো ভারতকে। হারলে সুযোগ হাতছাড়া হতো।…

কোহলিরা অবশ্য ড্রয়ের পথে হাঁটেননি। রুটদের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে দাপুটে জয় তুলে নিয়ে উদ্বোধনী… বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত করে টিম ইন্ডিয়া।

মোতেরায় চতুর্থ টেস্টে জয়ের সুবাদে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে থেকেই খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করে। নিউজিল্যান্ড.. আগেই ফাইনালে উঠেছিল। তারা শেষ পর্যন্ত লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকে।

তৃতীয় টেস্টে জিতে ভারত ইংল্যান্ডকে টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে দিয়েছিল। অস্ট্রেলিয়া বুক বেঁধেছিল যেদি শেষ টেস্টে ইংল্যান্ড কোহলিদের যাত্রাভঙ্গ করতে পারে সেই আশায়। শেষ টেস্টে জিতে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সম্ভাবনাতেও জল ঢেলে দেয়।

ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ৬টি সিরিজ থেকে ৭২.২ শতাংশ হারে ৫২০ পয়েন্ট ঘরে তোলে। তারা লিগ টেবিলের শীর্ষ থাকে। নিউজিল্যান্ড ৫টি সিরিজ থেকে ৭০.০ শতাংশ হাতে ৪২০ পয়েন্ট তুলে দু’নম্বরে থাকে।… অস্ট্রেলিয়া ৬৯.২ শতাংশ হারে ৩৩২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকে। ইংল্যান্ড অভিযান শেষ করে ৬১.৪ শতাংশ হারে ৪৪২ পয়েন্ট নিয়ে। সংগৃহীত পয়েন্টের শতকরা হারে ফাইনালিস্ট নির্ধারিত হওয়ায় খেতাবি লড়াইয়ের টিকিট পেয়ে যায় ভারত ও নিউজিল্যান্ড

Comments

comments