ঢাকারবিবার , ৪ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লকডাউনেও বাংলাদেশ গেমস চলবে

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ৪, ২০২১ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে রোববার (০৪ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার।

এমন অবস্থায় সংশয় দেখা দেয় চলমান বাংলাদেশ গেমস নিয়ে। তবে লকডাউনের মধ্যেও গেমস.. চলবে বলে আশ্বস্ত করেছেন আয়োজকরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা নিশ্চিত করেন বিষয়টি। তিনি বলেন…, ‘লকডাউন ঘোষণা করা হলেও বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস চলবে। তবে ১০ তারিখের বদলে ৯ তারিখ গেমসের পর্দা নামবে।’

কোভিড পরিস্থিতি এবং লকডাউনের কথা বিবেচনা করে খেলার পরিসর অনেক কমিয়ে আনা হবে বলে জানান তিনি। এছাড়া মাঠে দর্শক সম্পূর্ণ নিষিদ্ধ করেছে তারা।…

এদিকে, জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন জানান, সব ভেন্যুতেই সূচি অনুযায়ী খেলা চলবে। স্বাস্থ্যবিধি মেনে আমরা কম লোকসমাগমের উপস্থিতিতে রেখে গেমসটি করব এবং এই ব্যাপারে সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে।

Comments

comments