ঢাকাসোমবার , ৫ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বিসিসিআই’র অ্যান্টি করাপশন প্রধান হলেন শাবির

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ৫, ২০২১ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

গুজরাট পুলিশের সাবেক মহাপরিচালক শাবির হুসেইন শেখ আদম খান্দাবালাকে অ্যান্টি করাপশন ইউনিটের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

সাবেক ইউনিট প্রধান অজিত সিংয়ের স্থলাভিষিক্ত হবেন % শাবির হুসেইন। ২০১৮ সাল থেকে এই দায়িত্ব পালন করে আসছিলেন অজিত সিং। চলতি বছর ৩১ মার্চ দায়িত্ব শেষ হয় তার।

নতুন দায়িত্ব পেয়ে শাবির হুসেইন বলেন, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট বোর্ড ভারতের। এই বোর্ডের গুরুত্বপূর্ণ…দায়িত্ব পাওয়াটা গর্বের এবং সম্মানের। আমি দায়িত্ব পালন সর্বোচ্চ চেষ্টা করব। ভারতীয় ক্রিকেট বোর্ডকে এগিয়ে নিতে সচেষ্ট থাকব।’

এর আগে ২০১০ সালে গুজরাট পুলিশের দায়িত্ব থেকে অবসর নেন শাবির হুসেইন। অবসরের পর বিভিন্ন করপোরেট সেক্টরে কাজ করেন তিনি$। এ ছাড়া কেন্দ্রীয় সরকারের লোকপাল সার্চ কমিটিতেও কাজ করেছেন তিনি। এবার নতুন দায়িত্ব পেলেন বিসিসিআইতে।

আসন্ন ১৪তম আইপিএল থেকে কাজ শুরু করবেন ৭০ বছর বয়সী শাবির হুসেইন।

Comments

comments