ঢাকাশনিবার , ১০ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শুভ জন্মদিন ফুটবল তারকা জামাল ভূঁইয়া

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ১০, ২০২১ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের ফুটবলের পোস্টারবয় জামাল ভূঁইয়া। পুরো নাম জামাল হ্যারিস ভূঁইয়া। বাংলাদেশের ফুটবলে যেন এক টুকরো স্বস্তির পরশ তিনি।… ১০ এপ্রিল লাল-সবুজের জার্সিধারী এই ফুটবল তারকার জন্মদিন। ৩১ বছরে পা রাখলেন জামাল ভূঁইয়া।

১৯৯০ সালের এই দিনে ডেনমার্কে জন্মগ্রহণ করেছিলেন জামাল। শৈশব-কৈশোর কেটেছে ডেনমার্কে মা বাবার… সঙ্গে। ডেনমার্কে জন্ম ও বেড়ে উঠলেও লাল সবুজের প্রতিনিধিত্ব করতে ছুটে এসেছেন বাংলাদেশে।

জামালের বাবা-মা ষাটের দশকের শেষ দিকে বাংলাদেশ থেকে ডেনমার্কের কোপেনহেগেনে বসত গড়েন। ছোটবেলা থেকে জামাল হতে চেয়েছিলেন ফুটবলার। কোপেনহেগেনে প্রথম বিভাগের দলে, কখনো… বা দ্বিতীয় কিংবা চতুর্থ বিভাগের দলে ফুটবল খেলেছেন জামাল। এ ছাড়া খেলেছেন ডেনমার্কের শীর্ষস্থানীয় লিগেও।

কিন্তু জামালের মন পড়েছিল বাংলাদেশে। লাল-সবুজের জার্সি গায়ে চড়ানোর দৃঢ়প্রতিজ্ঞা। ডেনমার্কে জন্মালেও বাবা-মায়ের মুখে শোনা প্রিয় বাংলাদেশ যেন তার আত্মায় গেঁথে যায়। শেকড়ের টান ভোলেননি তিনি। তাই স্বপ্ন বুনে গেছেন বাংলাদেশ দলের জার্সি গায়ে জড়ানোর। সে লক্ষ্যেই ২০১১ সালে জামাল ভূঁইয়া আসেন জাতীয় দলের ট্রায়ালে অংশ নিতে। কিন্তু শুরুতে এখানকার কন্ডিশন ও ফুটবল মাঠের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি জামাল।

এরপর ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে বাংলাদেশ মালয়েশিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে…। কিন্তু সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামাল ভূঁইয়া।

জামাল বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ২০২০–২১ মৌসুমে, তিনি দেশের গণ্ডি ছাড়িয়ে কলকাতা মোহামেডানের হয়েও লিগ খেলেছেন।…

Comments

comments