ঢাকাশনিবার , ১০ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ গেমসে শীর্ষে আনসার ভিডিপি

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ১০, ২০২১ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আনসার ও ভিডিপির আধিপত্যের মধ্য দিয়ে শনিবার (১০ এপ্রিল) পর্দা নামছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের।…. এবারের আসরে সর্বোচ্চ ১২৫টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।

এবারের ১২৫টি স্বর্ণের পাশাপাশি ৮০টি রৌপ্য, ৫৭টি ব্রোঞ্জসহ মোট ২৬২ পদক গেছে আনসারের ঘরে…। যা গত আসরের চেয়েও বেশি।

মোট পদক সংখ্যায় এগিয়ে থাকলেও স্বর্ণ অর্জনে আনসারের থেকে পিছিয়ে আছে সেনাবাহিনী। তাদের ঝুলিতে গেছে ১০৭টি স্বর্ণ। এছাড়া ৯৩ রৌপ্য ও ৭৮ ব্রোঞ্জসহ তাদের মোট পদক ২৭৮টি। সুইমিং… পুলে ঝড় তোলা নৌবাহিনী আছে পরের অবস্থানে। ৬৩ স্বর্ণসহ তাদের অর্জন মোট ১২৭ পদক।

এদিকে, ৮ম বাংলাদেশ গেমসের তুলনায় এবার দুইটি স্বর্ণ কম পেয়েছে বিজিবি। ১২টি স্বর্ণ নিয়ে তাদের মোট পদক ৫১টি। তবে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ফলাফল।)… গত আসরে ২৭ স্বর্ণসহ ১০০ পদক জিতলেও, এবার ৭ স্বর্ণ নিয়ে তারা জিতেছে ৩৯ পদক। এছাড়া বাংলাদেশ পুলিশ জিতেছে ৮টি স্বর্ণ। শনিবার বরিশালে নিষ্পত্তি হবে পুরুষ ক্রিকেট ইভেন্টের। এরপর সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে গেমসের।

Comments

comments