ঢাকাশনিবার , ১ মে ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ধুঁকছে বাংলাদেশ

প্রতিবেদক
Kolom 24
মে ১, ২০২১ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

“সেশন শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে উইকেট হারানোকে অভ্যাসে পরিণত করে ফেলছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। এবার চা-বিরতির আগের ওভারে স্পিনার জয়াবিক্রমার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন সেট ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ফেরার আগে ৬২ বলে ৪০ রান করেন তিনি।… চার উইকেটে ২১৪ রান নিয়ে বিরতিতে গেছে টাইগাররা, ব্যক্তিগত ৪৭ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। শ্রীলঙ্কার চেয়ে এখনো ২৭৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ফলো অন এড়াতে প্রয়োজন আরো ৮০ রান।

এর আগে, এই সেশনেই ৯২ রানে আউট হয়েছেন তামিম ইকবাল। টানা দুই টেস্টে নড়বড়ে নব্বইয়ে কাটা পড়েছেন তিনি। এই সিরিজেরই প্রথম টেস্টে ৯০ রানে কাটা পড়েছিলেন তামিম।… এবারেও সেই আক্ষেপ রয়ে গেল। আজ ওয়ানডে গতিতে নিজের ইনিংস শুরু করেন তামিম। মাত্র ৫৭ বলে ৫০ রানের সীমা ছুঁয়ে ফেলেন তিনি। তবে এরপর সাইফ ও শান্ত পরপর দুই ওভারে ফিরে গেলে লঙ্কান ঘূর্ণি সামলে ধীরে-সুস্থে খেলতে থাকেন তামিম।

মধ্যাহ্নবিরতির ঠিক আগের দুই ওভারে দুই উইকেট হারিয়ে দুরুদুরু বুকেই ড্রেসিংরুমে ফিরেছে টাইগাররা। বিরতির আগে শেষ ওভারের শেষ বলে রমেশ মেন্ডিসের ঘূর্ণি বুঝতে না পেরে স্লিপে ক্যাচ দিয়েছেন… গত ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। রানের খাতাই খুলতে পারেননি তিনি। শান্ত ফেরার আগের ওভারে ব্যক্তিগত ২৫ রানে একইভাবে আউট হয়েছেন ওপেনার সাইফ হাসান, বোলার ছিলেন প্রাভিন। ৯৯ রানে দুই উইকেট হারিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ।

এর আগে, টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় বলেই রমেশ মেন্ডিসকে ক্যাচে পরিণত করেন পেসার তাসকিন আহমেদ। এই উইকেট পতনের সঙ্গে সঙ্গেই দলীয় ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা।… চার উইকেট নিয়ে টাইগারদের সফলতম বোলার তাসকিনই। লঙ্কানদের প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৪০ রান করেছেন থিরিমান্নে, এছাড়া সেঞ্চুরি পেয়েছেন করুণারত্নেও। এবার পাহাড়সমান রানের চ্যালেঞ্জ সামনে রেখে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।”…

Comments

comments