প্রথম সেটে পাত্তা পাননি নাদাল। দ্বিতীয় সেটে হেরেছে ৪-১। এরপরই শুরু শারিরীক ও মনস্তাত্ত্বিক লড়াই।
তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে প্রথম খেলায় ফেরেন নাদাল। পরের সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। শেষ পর্যন্ত সেট জিতলেন ৭-৫ ব্যবধানে।মেদভেদেভকে হারিয়ে প্রথম কোনো পুরুষ খেলোয়াড় হিসেবে এককে ২১টি গ্র্যান্ড স্লাম জিতলেন নাদাল।