ঢাকামঙ্গলবার , ২১ ডিসেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে পিতার ভোটযুদ্ধে মরিয়া কন্যা!

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ২১, ২০২১ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

চতুর্থ ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ১নং বনগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ জামান সরকার এর জন্য ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইছেন তারই বড় কন্যা সাইফুন্নেছা ইলমী। বনগ্রাম ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে এলাকার নারী ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে সে।

জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কটিয়াদী উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইফুন্নেছা ইলমীর বাবা সাইফুল্লাহ জামান সরকার। এলাকার প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। নির্বাচনে পিতার জয় ছিনিয়ে আনতে নারী ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। চাইছেন ভোটও।

এদিকে, নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে রোববার বনগ্রাম ইউনিয়নের জামষাইট, কায়েস্তপল্লি ও দাসের গাও এলাকায় সহপাঠীদের নিয়ে প্রচারণা চালায় সাইফুন্নেছা ইলমী। এ সময় এলাকার প্রতিটি ভোটারদের উন্নয়নের কথা বলে ভোট চান তিনি।

সাইফুন্নেছা ইলমী জানান, ‘জনগণের মাঝে থাকতে পারাটাই জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা। জনগণের ভালোবাসার যথাযথ সম্মান যেন আমার বাবা আজীবন দিয়ে যেতে পারেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই প্রার্থনা করি।

তিনি আরও জানান, আগামী ২৬
ডিসেম্বর ১নং বনগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার বাবা সাইফুল্লাহ জামান সরকার এর জন্য সকল ভোটারের কাছে ভোট চাই। সবার কাছে দোয়া চাই। আশা করি, আপনাদের বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবে ইনশাল্লাহ।’

Comments

comments