কিশোরগঞ্জের করিমগঞ্জে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুন) বিকেলে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বেতেগা নদীর পশ্চিম পাড়ে যুগীর ভিটা থেকে এ অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে বেতেগা নদীর পশ্চিম পাড়ে লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে। অজ্ঞাতনামা এ নারীর বয়স আনুমানিক ৩০ বছর হবে। লাশটির ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
করিমগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Comments
comments