ঢাকাবুধবার , ৪ মে ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা করল সন্ত্রাসীরা

প্রতিবেদক
Kolom 24
মে ৪, ২০২২ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

করিমগঞ্জে আধিপত্য বিস্তারে বাধা দেয়ায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হুদাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসী সবুজ বাহিনী। বুধবার (০৪ মে) সকালে উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাজমুল হুদা করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের মজনু মিয়ার পুত্র। এ ঘটনার সাথে জড়িত দিলু মিয়া নামে একজনকে গ্রেফতার  করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সন্ত্রাসী সবুজ এলাকায় ও হাওরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। মঙ্গলবার (৩ মে) আধিপত্য কায়েমে বাধা দেয়ায় হাতাহাতি হয় সাবেক ছাত্রলীগ নেতা নাজমুলের সাথে। বুধবার সকালে এ ঘটনায় কান্দাইল গ্রামে সালিসি দরবারে বসেন এলাকার গণ্যমাণ্য লোকেরা। দরবার শেষে সন্ত্রাসী সবুজ তার বাহিনী নিয়ে হামলা চালিয়ে প্রথমে পিঠে পরে নাজমুলের বুকে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ড ঘটায়।

করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম জিজ্ঞেস করলে তিনি বলেন, এখন কিছু বলা যাবে না।

Comments

comments