করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পাকুন্দিয়া থানা পুলিশ, কিশোরগঞ্জ টু পাকুন্দিয়া আন্চলিক মহাসড়কে চলমান সিএনজি, অটোরিকশা ও বাজারের বিভিন্ন দোকানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় পাকুন্দিয়া উপজেলা সাব রেজিস্টার অফিসের সামনের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে কার্যক্রম শুরু করেন পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান। এসময় উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় করোনা প্রতিরোধে সচেতনামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয় সামাজিক দুরত্ব বজায় রেখে যাত্রি পরিবহন করিতে ক্যাম্পেইন করা হয় ও গাড়ি চুরি রোধে বিভিন্ন দিকনির্দেশনা পরামর্শ দেন ওসি সারোয়ার জাহান। পরে পাকুন্দিয়া পৌরসদর বাজারে বিভিন্ন দোকানে “নো মাস্ক নো সার্ভিস” স্টিকার এবং মাস্ক বিতরণ করেন।
Comments
comments