সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে আগামী ১২ নভেম্বর উপনির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকে ভোট চাইতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কাজিপুর ও সদরের একাংশে একাধিক স্থানে নির্বাচনী প্রচারণা চালায়।
একাদশ সংসদের এই আসনের এমপি আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও চৌদ্দ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিম গত ১৩ জুন মৃত্যু হলে শূন্য ঘোষণার প্রেক্ষিতে আগামী ১২ নভেম্বর উপনির্বাচন নির্ধারিত হয়।
মোহাম্মাদ নাসিম পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে অধিষ্ঠিত আছেন। তিনি বলেন, উন্নয়ন করেছেন আমার পিতা, বর্তমানে কাজিপুরের লক্ষ কৃষকের দাবি জলাবদ্ধতা নিরসন করা হবে আমার প্রধান কাজ।
বৃহস্পতিবার ৫ নভেম্বর সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারনায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। শহীদ এম মনসুর আলী এবং প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের পূর্ণ ভুমিতে এসে নিজেদেরকে ধন্য মনে করছি, নৌকা প্রতীকের সর্বোচ্চ ভোটের বিজয় সুবাতাস আপনাদের উপস্থিতি বলে দেয়।