ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে উপনির্বাচনী প্রচারণায় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ৫, ২০২০ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে আগামী ১২ নভেম্বর উপনির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকে ভোট চাইতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কাজিপুর ও সদরের একাংশে একাধিক স্থানে নির্বাচনী প্রচারণা চালায়।

একাদশ সংসদের এই আসনের এমপি আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও চৌদ্দ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিম গত ১৩ জুন মৃত্যু হলে শূন্য ঘোষণার প্রেক্ষিতে আগামী ১২ নভেম্বর উপনির্বাচন নির্ধারিত হয়।

মোহাম্মাদ নাসিম পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে অধিষ্ঠিত আছেন। তিনি বলেন, উন্নয়ন করেছেন আমার পিতা, বর্তমানে কাজিপুরের লক্ষ কৃষকের দাবি জলাবদ্ধতা নিরসন করা হবে আমার প্রধান কাজ।

বৃহস্পতিবার ৫ নভেম্বর সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারনায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। শহীদ এম মনসুর আলী এবং প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের পূর্ণ ভুমিতে এসে নিজেদেরকে ধন্য মনে করছি, নৌকা প্রতীকের সর্বোচ্চ ভোটের বিজয় সুবাতাস আপনাদের উপস্থিতি বলে দেয়।

দুপুর ৩ টায় কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় একথা বলেন।

এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দসন্ধ্যা ৭ টায় সদরের বাহুকা এলাকায় নির্বাচনী জনসভায় অংশ নেন।

Comments

comments