ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায়ায় তৌহিদী জনতার উদ্যোগে মানবন্ধন, বিক্ষোভ ও সমাবেশ

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ৬, ২০২০ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

ফ্রান্সে প্রিয় নবী মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে অবমাননা ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ঝালকাঠির কাঠালিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ০৬ নভেম্বর জুমার নামাজের পর কাঠালিয়া তৌহিদী জনতার উদ্যোগে কাঠালিয়া বন্দর মসজিদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঠালিয়া প্রেসক্লাবের সমানে মানবন্ধন ও সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তরা ফ্রান্সের সাথে সকল সম্পর্ক ছিন্ন এবং তাদের পন্য ক্রয়-বিক্রয় বন্ধ রাখার জন্যে সরকারের প্রতি আহবান আহবান জানান। ব্যক্তব্য রাখেন কাঠালিয়া বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, মাওলানা মোঃ খাইরুল আমিন ছগির, প্রভাষক মোঃ মনিরুল ইসলাম, মাওলানা মোঃ ফয়জুল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, ছাত্রনেতা সাইদ আহমেদ জিসান সিকদারসহ প্রমূখ। বিক্ষোভ মিছিলে উপজেলার সকল মসজিদের মুসুল্লিরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন।

Comments

comments