মো: সাজ্জাদুল ইসলামকে সভাপতি ও এ.এস.এম মাহবুবুল ইসলাম মামুনকে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার সমিতি গঠন করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে ঠিকাদারদের সম্মতিক্রমে এ নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো: আতাউর রহমান, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান ও দপ্তর সম্পাদক সাইফুল আলমকে নির্বাচিত করা হয়েছে। এ কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন ইছাম উদ্দিন এবং লুৎফুর রহমান মঞ্জু।
কিশোরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ.এস.এম মাহবুবুল ইসলাম বলেন, সমিতির সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সমিতির উন্নয়ন ও সদস্যদের সমস্যার সমাধানে যেনো কাজ করে যেতে পারি তাই সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ যে, আগামী ২ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
Comments
comments