ঢাকাসোমবার , ৫ ডিসেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ পবিএস এলাকা পরিচালক পদে মনোনয়ন পত্র দাখিল

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ৫, ২০২২ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা নং ০১ এবং ০৭ নম্বর এলাকার নির্বাচনে এলাকা পরিচালক পদে তিন জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার ৫ ডিসেম্বর-২০২২ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে এলাকা নং ০১ (কিশোরগঞ্জ সদর) থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোঃ আনিসুজ্জামান খোকন এবং মোহাম্মদ হেকমত উল্লাহ। এলাকা নং ০৭ (অষ্টগ্রাম) থেকে সৈয়দ আহাম্মেদুল কবীর নামে একজন মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর ও প্রত্যাহার ১২ ডিসেম্বর। নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের জানুয়ারি মাসের ৮ এবং ১০ তারিখ। নির্বাচন কমিশনার মোঃ রাগীব আল হাসান জানান এলাকা নং-০৭ (অস্টগ্রাম) এ একজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়ায় প্রাথমিকভাবে তাকে নির্বাচিত হিসাবে ধরে নেয়া যায়। রিটার্নিং অফিসার ও প্রধান নির্বাচন কমিশন এর দায়ীত্বে আছেন বাপবিবো’র উপ-পরিচালক (প্রসাশন) মোঃ দেলোয়ার হোসেন।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বাই’ল ১৯৭৮ অনুযায়ী সমিতির উপরোল্লিখিত এলাকার বৈধ গ্রাহক-সদস্যগণের প্রত্যক্ষ ভোটে তাহাদের মধ্য হইতে এলাকা ভিত্তিক পৃথক পৃথক নির্বাচনের মাধ্যমে এলাকা পরিচালক নির্বাচিত হইবেন। উল্লেখ্য, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এলাকা পরিচালক নির্বাচিত হয়।

Comments

comments