ঢাকাবুধবার , ২৯ জুন ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ পৌরসভার ৯৩ কোটি টাকার বাজেট

প্রতিবেদক
Kolom 24
জুন ২৯, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৯২ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ৬২৭ টাকার বাজেট ঘোষণা করেছে পৌরসভা। বুধবার (২৯ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা উপলক্ষে সাংবাদিক সম্মলনের আয়াজন করা হয়।

কিশারগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া আনুষ্ঠানিকভাবে ২০২২-২০২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবিনাদন, তথ্যপ্রযুক্তি, পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থাপনা, ড্রেন, রাস্তা ও অবকাঠামো নির্মাণ, মেরামত ও সংস্কার, শহর অবকাঠামো উন্নয়নকরণ, পৌরসভার বহুতল সুপার মার্কেট নির্মাণ, পরিচ্ছন্নতা ও ডাম্পিং ডিপো নির্মাণকে গুরুত্ব দেয়া হয়েছে।

বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে প্যানেল মেয়র আব্দুল গণি মিয়া, কাউন্সিলর সুলতান মিয়া, ইসমাঈল হোসেন ইদু ও সাইফুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর হাসিনা হায়দার চামলী, মাহমুদা আক্তার ও মুনতাহা আক্তার শাওন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাসান জাকির বাপ্পী, হিসাবরক্ষণ কর্মকর্তা মা. জাকির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

comments