ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের নয়টি ঘর আগুনে ভস্মীভূত

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ২২, ২০২০ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের ৯টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহঃপতিবার রাত ৮টার দিকে সদর ইউনিয়নের কেশবা  কলেজ পাড়া গ্রামে। প্রতক্ষদর্শীরা জানান, কেশবা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী চুলায় রান্নাবান্না করে বাইরে বেরিয়ে যান। এ সময় চুলার পাশে থাকা খরকুটোতে আগুন লেগে তা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে এতে হামিদুল ও শাহাবুদ্দিনের ৯টি ঘর ও ঘরে রক্ষিত আসবাবপত্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার, রেদোয়ানুজ্জামান আগুনে পোড়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। খবর পেয়ে দ্রুত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান, থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল।

Comments

comments