“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে কিশোরগঞ্জ জেলা মৎস্য দপ্তর। শনিবার (২৩ জুলাই) সকালে জাতীয় মৎস্য উদযাপন জেলা কমিটির আয়োজনে জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবির, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক নার্গিস সুলতানা, সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান আশিক, জেলা মৎস্য দপ্তরের প্রধান সহকারী খন্দকার হোসাইন মোহাম্মদ ইমরান প্রমুখ।
জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পাল জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ও কিশোরগঞ্জ জেলার মৎস্য বিভাগীয় তথ্যাবলী সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
Comments
comments