কিশোরগঞ্জের কটিয়াদীতে পেটের ভিতরে করে ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২। সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকন্দপুর এলাকার মোঃ এলাই মিয়ার পুত্র মোঃ শামিম (১৮) ও মৃত তাহের মিয়ার পুত্র মোঃ খোকন মিয়া (১৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শামিম ও খোকন পেটের ভিতরে করে ইয়াবা পাচার করে। তথ্যের সত্যতা যাচাই করে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের পেটের ভিতরে ইয়াবা আছে। পরে তাদের পেটের এক্সরে করা হলে ইয়াবা আছে বলে নিশ্চিত হই এবং পেট থেকে এক হাজার সাতশত পঁঞ্চান্ন পিস ইয়াবা বের করা হয়। কটিয়াদী মডেল থানায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Comments
comments