ঢাকামঙ্গলবার , ১ মার্চ ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বিনম্র শ্রদ্ধায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের স্মরণ

প্রতিবেদক
Kolom 24
মার্চ ১, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে-তে দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের যানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে জেলা পুলিশ। ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে প্রতিপাদ্য করে দিবসটি পালন করা হয়।

মঙ্গলবার (০১ মার্চ) সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে আয়োজিত “পুলিশ মেমোরিয়াল ডে” উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ। সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার।

পরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী কিশোরগঞ্জ জেলার ৩৯ জন পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালী পুলিশ লাইন্স গেইট থেকে বের হয়ে নিহত পুলিশ সদস্যদের স্মরণে স্থাপিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয় ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এছাড়া পিবিআইসহ পুলিশের বিভিন্ন ইউনিট ও প্রয়াত পুলিশ সদস্যদের পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এবং পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত পুলিশদের স্মরণে গার্ড অফ অনার প্রদান করেন।

Comments

comments